Adjective (বা বিশেষণ পদ) :
যে word Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে। (A word that describes something or adds something to the meaning of a Noun or Pronoun is called an Adjective.)
নীচের বাক্যগুলি লক্ষ করো :
The man is fat. It is a beautiful picture. It is a very bad day. He has three pens. I dislike warm weather.
উপরের মোটা হরফের শব্দগুলি Adjective। কারণ এই word গুলি Noun ব Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করছে।
Note : Articles (A, An, The ) Adjective রূপে ব্যবহৃত হয় এবং Adjective এর আগে the বসলে ওই গুণবিশিষ্ট সকলকে বোঝায়।
The rich are not always happy – ধনীরা সবসময় সুখী হয় না। The poor are always neglected in the society - সমাজের গরিবরা সর্বনা অবহেলিত।
KINDS OF ADJECTIVES (বিশেষণের প্রকারভেদ)
Adjective, Noun-এর সাথে ব্যবহৃত হয় এবং Noun-এর অর্থকে বিশেষভাবে বর্ধিত করে (Adjective adds something to the meaning of the Noun) অবস্থানগত দিক থেকে Adjective-কে দুইভাগে ভাগ করা যায়। যথা- (i) Attributive Adjective এবং (ii) Predicate Adjective.
a. Attributive Adjective : Adjective যখন Noun-এর আগে বসে তার দোষ-গুণ প্রকাশ করে তখন তাকে Attributive Adjective বলে। যেমন The honest man was given a prize. এই বাক্যে honest Adjective টি man এই Noun-এর সাথে একটি epithet or attribute (গুণবাচক বিশেষণ) হিসাবে ব্যবহৃত হয়েছে।
b. Predicative Adjective : Adjective যখন Verb-এর Predicate(বিধেয়) হিসাবে বসে Noun বা Pronoun-কে qualify করে তখন তাকে Predicative Adjective বলে। যেমন—
The man is honest. এই বাক্যে 'honest' Adjective-টি verb 'is'-এর সাথে বসে প্রকৃতিগতভাবে (In terms of Nature) Adjective-কে দশ (Ten) ভাগে ভাগ করা যায়।
1. Adjective of quality or descriptive Adjective (গুণবাচক বিশেষণ) : এই জাতীয় Adjective-গুলো কোনো ব্যক্তি বা বস্তুর (Noun or Pronoun) দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে। (Adjective of quality shows the kind or quality of person or thing) যেমন—
This is not a big room. Buddha is an honest boy. Kolkata is a large city.
উপরের বাক্যগুলিতে big, honest এবং large হল Adjective .
2. Adjective of quantity (পরিমাণবাচক বিশেষণ) : যেসব Adjective Noun বা Pronoun-এর quantity (পরিমাণ) নির্দেশ করে তাদের Adjective of quantity বলে। (Adjectives of quantity indicates how much of a thing is meant )। যেমন-
Please give me a little water. One should have much patience.
উপরের বাক্যে little, much Adjective of quantity . অন্যান্য Adjective হল some, all, no, great, enough, whole, half, sufficient ইত্যাদি ।
3. Adjective of Number or Numeral Adjective (সংখ্যা বাচক বিশেষণ) :
এইসব Adjective Noun বা Pronoun-এর সংখ্যা প্রকাশ করে অর্থাৎ How many persons or things (Adjective of Number shows how many persons or things are meant )। যেমন—
We learn many things from our teachers. I have no pens.
এই বাক্য দুটিতে many এবং no হল Adjective of Number, এ ছাড়া five, first, most, double, few, all, some প্রভৃতিও Numeral Adjectives.
4. Demonstrative Adjective (নির্দেশক বিশেষণ ) :
কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে তাদের Demonstrative Adjective বলে (Demonstrative Adjectives point out which person or thing is meant যেমন-
This is my pen. Such a naughty boy should be punished.
এখানে this, such হল Adjective। এছাড়া that, those, these ইত্যাদিও Demonstrative Adjectives.
5. Distributive Adjective ( শ্রেণি নির্দেশক বিশেষণ) :
যেসব Adjective একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করে, তাদের Distributive Adjective বলে। (Distributive Adjectives refer to each one of number.) যেমন- every, each, either, neither.
বাক্যে এদের প্রয়োগ দেখো।
Neither complaint is true. Each man must do his duty.
6. Interrogative Adjectives (প্রশ্ন বাচক বিশেষণ ) : যেসব Adjective Noun-এর আগে বসে প্রশ্নবোধক বাক্য গঠন করে তাদের Interrogative Adjectives বলে। (Interrogative Adjectives are used to ask questions.) যেমন -
What for are you standing here? Which is your pen? Whose book is one the table? When will you come.
7. Possessive Adjectives (অধিকারবাচক বিশেষণ) :
যেসব Adjective অধিকার নির্দেশ করে তাদেরকে Possessive Adjectives বলে। (The Adjectives that indicate Possession are called Possessive Adjectives.) যেমন- My, Our, Your, His, Her, Their.
8. Proper Adjectives :
Proper Noun থেকে Adjective গঠন করা যায়। (Proper Adjectives are formed from Proper Nouns.) যেমন- Indian Chinese, Asian ইত্যাদি।
9. Emphasizing Adjectives (জোর প্রদর্শক বিশেষণ) :
যে Adjective গুলি বাক্যে Noun বা Pronoun-এর উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয় তাদেরকে Emphasizing Adjectives বলে। (Emphasizing Adjectives are used to Emphasize) যেমন - Very, Own। বাক্যে এদের প্রয়োগ লক্ষ করো।
I did it with my own hands. This is the very boy who disturbs in the class.
10. Exclamatory Adjective (বিস্ময় প্রকাশক বিশেষণ) :
যেসব Adjective বাক্যে বিস্ময় প্রকাশ করে তাকে Exclamatory Adjectives বলে। (The Adjective that express surprise are called Exclamatory Adjectives) যেমন-
What an excellent-idea! What non-sense! How charming !