Verb (ক্রিয়াপদ) : Verb বা ক্রিয়া পদ হল বাক্যের কেন্দ্রীয় অঙ্গ (Central organ)। Verb ছাড়া ইংরেজিতে কোনো বাক্য গঠন করা যায় না। Verb কোনো কোনো বাক্যে স্পষ্ট না থাকলেও, উহ্য থাকেই।
Verb (বা ক্রিয়া ) :
যে word বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকে Verb (ক্রিয়া) বলে। (A verb is a word that expresses the idea of action of being or states something about a person or a thing.)
লক্ষ করো :
Tuhin reads a drama. The cow eats grass. Kolkata is the Capital of West Bengal.
উপরের বাক্যগুলিতে eats, reads, is প্রভৃতি শব্দগুলি Subject বা কর্তার কিছু একটা করা বা হওয়া ইত্যাদি বোঝাচ্ছে। তাই এদেরকে verb বা Doing word বলে।
Verb বা ক্লিয়ার কোনো কিছু করা বোঝালে তাকে Verb of doing or বলে। Be verb হওয়া বোঝায় তাই একে Being verb এবং have verb 'থাকা' অর্থ প্রকাশ করে বলে একে having verb বলে।
CLASSIFICATION OF VERBS (ক্রিয়ার শ্রেণিবিভাগ) :
Verb-কে নানাভাবে ভাগ করা যায়। এখানে কয়েকটি ভাগ নিয়ে আলোচনা করব। Verb phrase-এর কাজ অনুসারে Verb-কে প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি।
a. Principal Verb or Lexical Verb or Main verb (প্রধান ক্রিয়া)
b. Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া )
a. Principal Verb or Lexical Verb or Main Verb (প্রধান ক্রিয়া) :
যে Verb অন্য Verb-এর সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal Verb বা প্রধান ক্রিয়া বলে । (Principal Verb express its meaning without the help of any other verb.)
যেমন- play, read, write, an, is, are, have, has, was, were, do did, needed ইত্যাদি।
b. Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া): যে Verb অন্য Verb-কে অর্থ প্রকাশ করতে সাহায্য করে অর্থাৎ Tense (কাল) বোঝাতে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে। (Auxiliary verb helps other verbs in expressing its full meaning.) i.e., helps in forming tense। যেমন
I am reading. He need not go home. The man did not support him.
উপরের বাক্যগুলিতে am, need, did হল Auxiliary Verb. Auxiliary Verbs আবার দুইভাগে বিভক্ত — (i) Primary Auxiliary, যেমন- do, have, be ইত্যাদি। (ii) Modal Auxiliary, যেমন- can, may, should ইত্যাদি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সমস্ত Modal Auxiliaries Tense ও Mood গঠনে ব্যবহৃত হতে পারে না। এরা কখনও Present বা কখনও Past Tense-এ ব্যবহৃত হতে পারে। এরা Infinitive, Future Tense এবং Past Participle form গঠন করতে পারে না। তাই এদেরকে Defective verb বলে। (Verbs which can not be used in all the Moods and Tenses are called Defective verbs.) যেমন- shall, will, can, may, must, ought, dare, need ইত্যাদি।
মনে রেখো, can, could, may, might, will, would, shall should must, ought, need, dare প্রভৃতি verb-গুলি সাধারণত ক্রিয়ার আগে বসে এবং অনুমতি (Permission), সম্ভব (Possibility), নিশ্চয়তা (Certainty) এবং প্রয়োজনীয়তা (Necessity) প্রভৃতি প্রকাশ করে। এদেরকে Modals বা Modal Auxiliaries বলা হয়।
Verb-এর form বা ৰূপ অনুযায়ী Verb-কে দুইভাগে ভাগ করা যায় (i) Strong Verb (ii) Weak Verb.
Strong Verb: যে সব Verb-এর Past Tense form এবং Past Participle form শুধুমাত্র ভিতরের Vowel পরিবর্তন করে গঠিত হয় তাদের Strong Verb বলে। (Strong Verbs are those that form the past tense form 4 Past Participle form by the change of inside vowel only.) যেমন-
Speak(Present) Spoke(Past)- Spoken(Past Participle)