Parts Of Speech (Adverb)| পদ প্রকরণ | Part 5

Parts Of Speech (Adverb)| পদ প্রকরণ | Part 5

 

Adverb (ক্রিয়া বিশেষণ)  : Verb কীভাবে (How), কখন (When) এবং কোথায় (Where) ঘটে Adverb তা বুঝিয়ে দেয়। Adverb কখনো কখনো Adjective বা অন্য Adverb সম্বন্ধে কিছু বলে বা তাকে modify করে।

Adverb ( ক্রিয়া  বিশেষণ / বিশেষণের বিশেষণ ) : যে Word কোনো Verb, Adjective বা Adverb-এর দোষ, গুণ, অবস্থা, মাত্রা, ভাব ইত্যাদি প্রকাশ করে তাকে Adverb বা ক্রিয়া বিশেষণ বলে। ( An Adverb which modifies a verb, an Adjective or another Adverb .)যেমন- about, off, down, over, back, away, up, yes, no ইত্যাদি। 

নীচের বাক্যগুলি লক্ষ করো :

বালকটি দ্রুত দৌড়ায় – The boy runs fast.    আমি গতকাল কলকাতা গিয়েছিলাম – I went to Kolkata yesterday.   আরও দ্রুত লেখো - Write more quickly

উপরের প্রথম বাক্যে 'fast' শব্দটি verb-এর কাজ কীরূপে (how) হয় তা নির্দেশ করছে। দ্বিতীয় বাক্যে 'went' verb-টি কখন (when) ঘটে তা বোঝাচ্ছে। তৃতীয় বাক্যে 'more' শব্দটি quickly এই Adverb-কে modify করছে। সুতরাং fast, yesterday, more প্রভৃতি Adverb.

একটি Adverb সময় (time), স্থান (place), ধরন (manner), সংখ্যা (number), পরিমাণ (degree), কারণ (reason), উদ্দেশ্য (purpose), শ (condition), বৈপরীত্য (contrast) প্রভৃতি প্রকাশ করতে পারে। Adverb বাক্যের প্রথমে মাঝে এবং শেষে বসতে পারে। এটি object-এর আগে বা পরেও বসতে পারে।

মনে রেখো,  Adjective-এর শেষে 'ly' যোগ করে Adverb গঠন করা হয়। যেমন :- 

careful-carefully, slow- slowly, quick- quickly ইত্যাদি।


CLASSIFICATION OF ADVERBS  ( ক্রিয়া বিশেষণের শ্রেণিবিভাগ ) : 


Adverb মূলত তিন প্রকার :

  a. Simple Adverb – সাধারণ ক্রিয়া বিশেষণ।                                                                                            b. Relative Adverb or Conjunctive adverb সম্বন্ধবাচক ক্রিয়া বিশেষণ।                                                  c. Interrogative Adverb – প্রশ্নসূচক ক্রিয়া বিশেষণ।

a. Simple Adverb (সাধারণ ক্রিয়া বিশেষণ) : যে Adverb-গুলি সাধারণত Adjective, Verb ও Adverb-কে modify করে তাদের Simple Adverb বলে। (Adverbs that simply modify an Adjective, Verb and Adverb are called simple Adverbs.)  

অর্থানুসারে Simple Adverb-কে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন—

i. Adverbs of Time : যেসব Adverbs সময় নির্দেশ করে তাদের Adverbs of time বলে। (The Adverbs which show time (when) are called Adverbs of time.)। যেমন—now, lately, (সম্প্রতি), before, always, after, never, soon, yesterday, ago, already, daily, late, formerly (পূর্বতন ), since early ইত্যাদি।

ii. Adverbs of place :  যেসব Adverbs স্থান (place) নির্দেশ করে তাদের Adverb of place বলে।  (The Adverbs which show place (where) are called Adverbs of place)। যেমন- here, there, everywhere, up, in, out, within (feet), above, down, away, away, backward ইত্যাদি। 

iii. Adverbs of frequency : যে সব  Adverbs (How often)-এর  অর্থ প্রকাশ করে তাদের Adverbs of frequency বলে। (The Adverbs that show how often are called Adverbs of Frequency.) যেমন-Thrice, often, seldom, once, again, always, frequently ইত্যাদি। 

iv. Adverbs of Manner :  যেসব Adverbs কী ভাবে বা কী উপায়ে অর্থ প্রকাশ করে তাদের Adverbs manner বলে। (The Adverbs that show how or in what matter are called Advarbs of manner.) যেমন- clearly, hard, fast, well ইত্যাদি।

v. Adverbs of Reason or Cause and effect : যেসব Adverbs কারণ নির্দেশ করে তাদের Adverbs of reason বলে। (The Adverbs that indicate reason or cause are called Adverbs of reason) - therefore, hence, accordingly, consequently ইত্যাদি। 

vi. Adverbs of degree or Quantity : যেসব Adverbs কতটা কী পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাদের Adverbs of degree or quantity বলে। (The Adverbs that show how much or in what degree, or what extend are called Adverbs of degree.) যেমন - almost, about, too, much, any, so, altogather, enough, quite, little ইত্যাদি।  

vii. Adverbs of Affirmation and Negation : যেসব Adverb 'হ্যাঁ' বা 'না'  অর্থ প্রকাশ করে তাদের Adverbs of Affirmation and Negation বলে। (The Adverbs which show affirmation and Negation are called Adverbs of Affirmation and negation)। যেমন-yes, no, surely, not, perhaps ইত্যাদি। 

viii. Adverbs of Condition :  যেসব Adverb condition (শর্ত) প্রকাশ করে তাদের Adverbs Condition বলে।  (The Adverbs which show condition are called Adverbs of Condition.) যেমন -if, unless ইত্যাদি। 

b. Relative Adverbs (সম্বন্ধসূচক ক্রিয়া বিশেষণ) :  যেসব Adverb-এর পূর্বে  Noun অর্থাৎ  Antecede থাকে তাদের  Relative Adverbs বলে। (The Adverbs that refer back to a Noun as the antecedent are called Relative Adverbs.) যেমন—

This is the house where Rabindranath was born.   I know the time when he will come.

Adverbs-এর পূর্বে Noun অর্থাৎ Antecedent না থাকে তবে তাদের Conjunctive Adverb বলে। যেমন—

আমি জানি সে কীভাবে খেলে – I know how he plays.  তুমি কি জান সে কোথায় বাস করে ? - Do you know where he lives?  আমাকে বল তুমি কখন যাবে – Tell me when you will go.

c. Interrogative Adverbs (প্রশ্নসূচক ক্রিয়া বিশেষণ) : যেসব Adverb প্রশ্ন করতে ব্যবহৃত হয় তাদের Interrogative Adverbs বলে। (The Adverbs which are used in asking questions are called Interrogative Adverbs.) যেমন- Where, when, why, how.

বাক্যে এদের প্রয়োগ দেখো—

তুমি কেমন আছ? – How are you?  তুমি কেন সেখানে যাও? - Why do you go there?  কখন তুমি সভায় গিয়েছিলে? When did you attend the meeting?


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.