Preposition (পদান্বয়ী অব্যয় ) :
'Pre' অর্থ 'পূর্বে' 'Position' অর্থ 'অবস্থান'। Preposition কথার অর্থ যে আগে বসে Preposition means 'placed before' | Preposition Noun বা Pronoun-এর আগে বসে।
Preposition (বাপদান্বয়ী অব্যয়) :
যে word কোনো Noun অথবা Pronoun-এর পূর্বে বসে Sentence-এর অন্য কোনো word-এর সঙ্গে ওই Noun বা Pronoun-এর সম্পর্ক বোঝায় তাকে Preposition বলে। (A preposition is a word that shows the relation between Noun or Pronoun placed after it and some other words in the Sentence.) যেমন-
আমরা ভারতে বাস করি - We live in India. টেবিলের উপরে একটি বই আছে – There is a book on the table. ছবিটির দিকে তাকাও -Look at the picture. সে গাছটির নীচে দাঁড়িয়ে আছে – His is standing under the tree.
উপরের বাক্যগুলিতে in, on, at, under শব্দগুলি India, table, picture, tree প্রভৃতি শব্দের পূর্বে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে তাদের সম্পর্ক বুঝিয়ে দিয়েছে। তাই এগুলি Preposition.
Look at the following sentences: The teachers should be very kind to the students. I saw him in the class.
In the first sentence the word 'to' shows the relation between the Adjective 'kind' and the 'Noun' 'students' and in the second sentence the word 'in', indicates the relation between Pronoun 'him' and their class. These words 'to', 'in' that establish some relation between two words are used as prepositions.
মনে রেখো :
Preposition-এর পরে যে Noun Pronoun ব্যবহৃত হয় তাকে ওই Preposition এর object বলে। (The Noun or Pronoun that is place after the preposition is called its object() Noun বা Pronoun-এর কর্মকারক (objective case) হয়, কারণ এটি Preposition-এর পরে বসে object বা কর্মরূপে ব্যবহৃত হয়।
POSITION OF PREPOSITION (PREPOSITION এর অবস্থান) :
সাধারণত Preposition কোনো Noun বা Pronoun এর আগে বসে। তবে এর কিছু ব্যতিক্রমও আছে। যেমন—
1.Preposition বাক্যের শেষে বসে যখন,
a. Preposition-এর কর্ম (object)হল Relative Pronoun 'that' . এই Relative Pronoun "that" ব্যবহৃত নাও হতে পারে। (The Relative Pronoun could be omitted). যেমন - This is the pen (that) am searching for.
b. যখন preposition-এর object (কর্ম) হল Interrogative Pronoun। যেমন- Who/whom are you talking about? What are you looking at.
2. Preposition কখনো কখনো বাক্যের প্রথমে বসে।
যেমন- About whom are you talking ? In which bag did you keep my book ?
KINDS OF PREPOSITIONS (পদান্বয়ী অব্যয়ের শ্রেণিবিভাগ):
Preposition-কে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায়।
1. Simple Prepositions or Single word preposition: যেমন- by, for, from off, on, of, through, till, up, with, in, out, to ইত্যাদি।
Adverbs-এর পূর্বে Noun অর্থাৎ Antecedent না থাকে তবে তাদের Conjunctive Adverb বলে। যেমন—
আমি জানি সে কি ভাবে খেলে-I know how he plays. তুমি কি জান সে কোথায় বাস করে - Do you know where he lives ? আমাকে বলে তুমি কখন যাবে - Tell me when you will go.
3. Interrogative Adverbs (প্রশ্নসূচক ক্রিয়া বিশেষণ ): যেসব Adverb করতে ব্যবহৃত হয় তাদের Interrogative Adverbs বলে। (The Adverbs which are used in asking questions are called Interrogative Adverbs.) যেমন-Where, bs when, why, how.
বাক্যে এদের প্রয়োগ দেখো—
তুমি কেমন আছ ? How are you ? তুমি কেন সেখানে যাও ? - Why do you go there? কখন তুমি সভায় গিয়েছিলে? - When did you attend the meeting ?